• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন 


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৭:৫২ পিএম
দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বুধবার রাতে ১০টার দিকে গোপালগঞ্জ সদরের নবীনবাগ এলাকায় বশেমুরবিপ্রবির শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন এবং তার সঙ্গে থাকা সহপাঠীকে মারধর করা হয়েছে। আমরা বশেমুরবিপ্রবির বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। অতিদ্রুত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।

শিক্ষার্থীরা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির ফলে দিনদিন ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। ধর্ষকদের গ্রেপ্তার করে সঠিকভাবে শাস্তি দেওয়া হয় না এবং বিচারে দীর্ঘসূত্রিতার ফলে ধর্ষকদের সাহস বেড়ে যাচ্ছে। তাই ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

বশেমুরবিপ্রবির গণধর্ষণের শিকার ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি ইজিবাইক থেকে তাদের তুলে নেওয়া হয়। পরবর্তীতে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজ এর নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং ওই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে।
 

Link copied!